আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে অনুষ্ঠিত হবে ১৪তম ইউরো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। দেশের প্রধান জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, ইত্তেফাক হোল্ডিংস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ডায়মন্ড গ্যালারির চেয়ারম্যান মো. খবির উদ্দীন।