শুটিংয়ে মনে হয়।
হুম, শুটিংয়েই আছি। প্রতিদিনই শুটিং করতে হয়।
কিসের শুটিং?
'বেদনার মতো' শিরোনামের একটি টেলিফিল্মের শুটিং করছি। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। আমার সহশিল্পী হিসেবে আছেন নওশীন এবং সামিয়া।
সবাই এখন বড়পর্দার দিকে ছুটছে। আপনি স্থির আছেন কীভাবে?
হা হা হা...। আমি ছুটতে চাই না। স্থির থেকে নিজের মনের মতো কাজ করে যেতে চাই। আজকে আমার যে অবস্থান তা এনে দিয়েছে ছোটপর্দা। আমি দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের ড্রয়িং রুমের সদস্য হয়ে আছি। আমি আমার অবস্থানে হ্যাপি। ভালো চলচ্চিত্রের অফার পেলে করব। নাটক ছেড়ে শুধু চলচ্চিত্রেই সময় দিতে আমি পারব না। হ্যাঁ, ব্যাপারটা যদি এমন হয়, আমি একের পর এক ভালো চলচ্চিত্রে অভিনয় করছি, শিডিউল ফাঁকা নেই, তখন ভিন্ন কথা।
কিন্তু অনেকেই বলে, নাটকে অভিনয় করে চলচ্চিত্র হয় না।
আমি এ কথার সঙ্গে একমত নই। সব কিছুই ভালোভাবে করা যায়।
আপনার 'গ্যাস্টার রিটার্নস' চলচ্চিত্রের খবর কি?
জুনের দিকে মুক্তি পাবে শুনেছি। নির্মাতা আশিকুর রহমান এখন অন্য একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে। ও ফ্রি হলে সব ঠিকঠাক হবে।
কেমন হয়েছে?
আমি আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। নির্মাণে যথেষ্ট আধুনিকতা রয়েছে। আমাদের চলচ্চিত্রে যে ধরনের অ্যাকশন দেখে আসছি তার থেকে অনেক ভিন্নতা রয়েছে। টেকনিক্যালি অনেক স্ট্রং। দর্শক দেখে হতাশ হবেন না- এটুকু বলতে পারি।
নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন?
করব। আমার কাছে এখন পাঁচটি চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে। সব কিছু ফাইনাল করে সবাইকে জানাব।
তাহলে তো বিষয় একই দাঁড়াল, আপনিও চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন?
না। চলচ্চিত্র করতেই হবে_ আমি এমন মনে করছি না। করার জন্য করে লাভ নেই। দেখে শুনে বুঝে ভালো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। সময় লাগলে লাগবে।
এখন কি নিয়ে ব্যস্ত?
এই তো ঈদের কাজ শুরু হয়ে গেছে। বেশ কিছু একক নাটকে অভিনয় করছি। আর ধারাবাহিক নাটক তো রয়েছেই।
আপনি তো নির্মাণেও এসেছেন। কি খবর?
আশা করি আসছে ঈদে দর্শক আমার পরিচালিত 'ব্যাক ডেটেড' টেলিফিল্মটি দেখতে পাবে। আমি খুব এঙ্াইটেড এটি নিয়ে।
নির্মাণে কি নিয়মিত হবেন?
এমন কোনো পরিকল্পনা এখনো নেই।
পরিবারের খবর কি?
আছি, সুখেই আছি। উপরওয়ালা অনেক ভালো রেখেছেন। - শোবিজ প্রতিবেদক