বলিউডের তারকাদের একটা কমন বাতিক হলো প্রেম করে অস্বীকার করা। এতদিন নিন্দুকরা কেবল ক্যাটরিনা-রণবীরের দিকেই সমালোচনার তীর ছুঁড়ে মারছিলেন। এখন তাদের লক্ষ্য সরে গেছে ক্যাট-রণবীরের দিক থেকে। তারা ব্যস্ত হয়ে পড়লেন আলিয়া ভাট ও অর্জুনকে নিয়ে। আর সম্প্রতি তাদের সমালোচনার বিষয় শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায়।
গল্পটা হলো 'আশিকি টু' ছবির ব্যাপক সাফল্যের পরে, শ্রদ্ধা-আদিত্য বেশ ঘনিষ্ঠ। বিভিন্ন জায়গায় তাদেরকে একত্রে দেখা যেতে লাগলো। কিন্তু কিছুতেই স্বীকার করলেন না তারা তাদের প্রেমের কথা। তবে বেশিদিন বোধহয় প্রেমের আগুন চেপে রাখা যায় না। তাই তো দিনকয়েক আগে মুম্বাইয়ের এক হোটেল থেকে মধ্যরাতে বেরুতে দেখা গেল শ্রদ্ধা-আদিত্যকে। এক জনপ্রিয় পাঁচতারা হোটেলে নাকি রুম বুক করেছিলেন তারা। বেশ কয়েকঘণ্টা সময়ও কাটিয়েছেন সেখানে। কিন্তু মিডিয়ার সজরে পড়তে পড়তেই দ্রুত সরে পড়লেন।
সংবাদমাধ্যমকে অবশ্য দু'জনেই জানিয়েছেন, এই ঘটনা মিথ্যা। 'আশিকি টু'-এর পর থেকে নাকি তাদের মধ্যে কোনও সর্ম্পকই নেই!