মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি ঢাকার উত্তরায় অবস্থিত টুয়েলভ্-এর শুভ উদ্বোধন করলেন কেক কেটে। এ সময় টুয়েলভ্-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ্ হিল রাকিব, পরিচালক [অপারেশন] আবদুল্লাহ্ হিল নাকিব, ডিজাইন ইনচার্জ বুশরা, ডিজাইনার রাহাত, নাজনিন, সেলিনা প্রমুখ উপস্থিত ছিলেন।