'নোয়া' ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরাতে হয়েছে 'হ্যারি পটার' খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনকে। সম্প্রতি চমকপ্রদ এ তথ্য ফাঁস করেছেন এমা নিজেই। 'নোয়া' ছবি পরিচালনা করেছেন 'ব্ল্যাক সোয়ান' খ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা ড্যারেন অ্যারোনফস্কি। ছবিতে ২১ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ডগলাস বুথের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ২৩ বছর বয়সী এমা। ছবির একটি চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভালোই ভোগান্তি পোহাতে হয় এমা ও ডগলাসকে। পরিচালকের মনমতো হচ্ছিল না বলে বার বার দৃশ্যটিতে অভিনয় করতে হয় এ দুই তারকাকে। এক পর্যায়ে একে অন্যের সঙ্গে ধাক্কা লেগে দুজনই আহত হন বলে জানিয়েছেন এমা।