বলিউড ছবির সাহসী নায়িকা খ্যাত মনীষা কৈরালা বাস্তবেও সাহসের প্রমাণ রেখেছেন। আত্মবিশ্বাস, মনের জোর দিয়ে ফিরে পেলেন এক নতুন জীবন। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আপাতত বিজয়ী মনীষা কৈরালা। তবে শুধু বিজয়ীই নন, ফের বলিউডে ফেরার স্বপ্নও দেখছেন তিনি। সেভাবে নিজেকে তৈরিও করছেন মনীষা। সম্প্রতি তিনি জানিয়েছেন, 'আমি একেবারেই সুস্থ। আবার অভিনয়ে ফিরতে চাই। তবে ছোটখাটো কোনো চরিত্রে নয়। ভালো পরিচালকের ভালো ছবিতে বড়সড় চরিত্রেই ফিরতে চাই।' মনীষা পর্দা থেকে বহু দিন দূরে থাকলেও বলিউড সম্পর্কে ওয়াকিবহাল তিনি। সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করা তাই কঠিন হবে না।