মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ। ঘর গেরস্থালি, হাসি-কান্না, স্মৃতি- সবই আছে আগের মতো। শুধু তিনি নেই। ১৭ জানুয়ারি সবাইকে ছেড়ে চলে গেছেন ওপারে এই কিংবদন্তি অভিনেত্রী। মহানায়িকার জন্ম হয়েছিল ১৯৩১ সালের ৬ এপ্রিল। বাংলাদেশের পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। করুণাময় দাশগুপ্ত আর ইন্দিরা দাশগুপ্তের পরিবারে জন্ম নেন রমা দাশগুপ্ত। শৈশব-কৈশোরের অনেকটা সময় পাবনার আলো-হাওয়াতেই কেটেছে রমার। মেয়ে মুনমুন আর নাতনি রাইমা ও রিয়া ঘটা করে সুচিত্রার বাসভবনেই আয়োজন করবেন জন্মদিনের। তার অভিনীত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে হারানো সুর, সাগরিকা, শিল্পী, সবার উপরে, শাপমোচন ইত্যাদি।