থ্রি কমরেডস
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক 'থ্রি কমরেডস'। কমেডি ধাঁচের গল্প 'থ্রি কমরেডস' নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরার পরিচালনায় নির্মিত 'থ্রি কমরেডস' নাটকটির নামভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আরও অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, কচি খন্দকার, তন্দ্রা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ, সুজাত শিমুল, মরিয়ম সরকারসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি একুশে টেলিভিশনে প্রতি রবি এবং সামবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
বৈশাখী ট্রেন্ড
এটিএন বাংলায় আজ বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রচার হবে ফ্যাশন ও লাইফস্টাইলবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ট্রেন্ড। নুসরাত ফারিয়ার সঞ্চালনা এবং কুইন রহমানের পরিচালনায় পহেলা বৈশাখ উপলক্ষে এবারের ট্রেন্ড অনুষ্ঠানটি বিশেষভাবে সাজানো হয়েছে। মার্কেট প্রিভিউ সেগসেন্ট রয়েছে বৈশাখের পোশাকের ওপর প্রতিবেদন।
এ ছাড়াও রয়েছে বৈশাখী মেলার ভিডিওচিত্র। বৈশাখী মেকআপ দিয়ে সাজানো হয়েছে বিউটি সেগমেন্ট। বাংলা নববর্ষের প্রথম দিনের মেকআপ ও হেয়ার স্টাইল সম্পর্কে বলেছেন বিউটি এঙ্পার্ট তানজিমা শারমিন মিউনি। ফ্যাশন সেগমেন্টেও রয়েছে বৈশাখের আবহ। লালবাগ কেল্লা ও হাতিরঝিলের মনোরম লোকেশনে বৈশাখের পোশাকে ক্যাটওয়াক করেছেন একঝাঁক মডেল। পোশাকের পাশাপাশি যথারীতি খাওয়া-দাওয়া নিয়েও রয়েছে ইটিং আউট সেগমেন্ট। বিভিন্ন পদের ভর্তা, ভাত, ইলিশের রেসিপি দিয়ে সাজানো হয়েছে এই সেগমেন্টটি।
'জল ফড়িং'র গান
অঞ্জন আইচ-এর পরিচালনায় ধারাবাহিক নাটক 'জল ফড়িং এর গান'। নাটকে অভিনয়ে করছেন সূর্বণা মুস্তাফা, তিশা, নিশো, ফারজানা ছবি, ফারুক আহমেদ ও অন্যান্য। এসএ টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৮টায়।
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'। সাফায়েত মনসুর রানা'র রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন- অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন, শামীম, অতিথি শিল্পী তাহসান এবং অন্যান্য শিল্পী। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেইসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস। শ্যামল একজন মেকারট্রনিঙ্ ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা। আসিফ মার্কেটিং এ পড়াশুনা করছে। কিন্তু নিজের ভবিষ্যত নিয়ে পুরোই দ্বিধাদ্বন্দে আছে। রিয়া একজন ফটোগ্রাফার। তার স্বপ্ন ক্যামেরার চোখ দিয়ে পুরো পৃথিবী বাংলাদেশকে দেখবে। অন্যদিকে অপর্ণা একজন ডেন্টিস্ট, জীবনে চাওয়া-পাওয়া খুবই কম। যাচ্ছে যেমন যাক, এই নীতিতে বিশ্বাসী।