একজন একাধারে গায়ক, সংগীত পরিচালক, গীতিকার, প্রযোজক এবং অভিনেতা। অন্যজন বলিউডের বর্তমান সময়ের শীর্ষ র্যাপার। হ্যাঁ, বলা হচ্ছে হিমেশ রেশমিয়া এবং হানি সিংয়ের কথা। সংগীত জগতের এই দুই তারকা এবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম 'দ্য এক্সপোজ'। হিমেশ এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এটিই হানি সিংয়ের প্রথম সিনেমা। 'দ্য এঙ্পোজ' পরিচালনা করেছেন অনন্ত নারায়ণ মহাদেব। ২৩ মে সিনেমাটি মুক্তি পাবে। ছবি নিয়ে উত্তেজিত দুই শিল্পীই।