জাতীয় পুরস্কার বিজয়ী মারাঠি ছবির পরিচালক সুজয় দাহাকের নতুন মারাঠি ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে সানি লিওনকে। ছবির নাম 'ভালগার অ্যাক্টিভিটিস ইন কর্প'। এক যৌনকর্মীর জীবনী নিয়েই তৈরি হতে চলেছে মারাঠি এ ছবি। জানা গেছে, সানির অন্যান্য ছবির মতো এই ছবি যৌনতানির্ভর একেবারেই নয়। তবে হিন্দি শিখছেন সানি, মারাঠি ছবিতে মারাঠি বলবেন কি করে? জানা গেছে, ছবিতে সানিকে দেখা যাবে এক বিদেশি মেয়ের চরিত্রে। আপাতত, পরিচালক সুজয় ব্যস্ত আছেন ছবি 'অজোবা'র শুটিংয়ে। এ ছবিতে অভিনয় করছেন উর্মিলা মাতন্ডকর। 'অজোবা'র শুটিং শেষ করেই পরিচালক হাত দেবেন সানির ছবিতে।