আবারও সফল হলেন সুদর্শন চিত্র নায়ক জায়েদ খান। ২১ মার্চ মুক্তি পেয়েছে তার অভিনীত 'তোকে ভলোবাসতেই হবে'। রাজু চৌধুরী পরিচালিত এই ছবিটি ৮২টি হলে মুক্তি পায়। প্রথম সপ্তাহেই এর গড় ওপেনিং কালেকশন ছিল ৯০ শতাংশ। এই ধারা অব্যাহত থাকে দ্বিতীয় সপ্তাহেও। অর্থাৎ ছবিটি সুপার হিট। দর্শকের কথায় এতে গল্প ও চরিত্রের চাহিদা পূরণে সক্ষম হয়েছেন নায়ক জায়েদ খান। ফলে চলচ্চিত্রটি একাধিকবার দেখেও তৃপ্তি মেটে না। নির্মাতা বলেন, এই চলচ্চিত্রে জায়েদ অভিনীত চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং। বলতে গেলে জায়েদের দক্ষ অভিনয়ের কারণেই সাফল্য পেয়েছে 'তোকে ভালোবাসতেই হবে'। এর আগে জায়েদ খান অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ৮টি ছবি সফল হয়েছে। ঢালিউডের শিল্পী সংকট কাটাতে জায়েদের এই সাফল্য সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন চলচ্চিত্রকাররা এবং তাকে বর্তমান সময়ের সফল নায়ক হিসেবে উল্লেখ করেন।