হাসপাতাল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে আবারও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে নায়করাজ রাজ্জাককে। এখন তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের এ জীবন্ত কিংবদন্তি ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এর আগেও এ কারণে দেশে-বিদেশে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সর্বশেষ ২৯ মার্চ একই কারণে আবারও তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ৩ এপ্রিল বাসায় নিয়ে আসা হয়। কিন্তু পরদিন দুপুরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্টের মাত্রা এতটাই বেড়ে যায় যে, এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করেন। হাসপাতালে তার চিকিৎসক ড. জুবায়ের আহমদের উদ্ধৃতি দিয়ে নায়করাজ পুত্র অভিনেতা সম্রাট জানান, 'আব্বার ফুসফুসে কার্বন-ডাই অঙ্াইডের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় অবস্থা গুরুতর হয়ে পড়ে। তিনি অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসকদের আন্তরিক চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে শনিবার সকালে জ্ঞান ফিরলেও চিকিৎসক জানান, এখনো আশঙ্কামুক্ত নন তিনি। বর্তমানে নিউমোনিয়াসহ ফুসফুসে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে তার। আরও ২৪ ঘণ্টা আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে।