বলিউডের নতুন ট্রেন্ড 'ব্রোম্যান্স'কে বুড়ো আঙুল দেখিয়ে এবার বলিউডের বক্স অফিসে এন্ট্রি সিস্টারউডের। ঘটনাটি হল, বেশ কয়েকটি বলিউডি ছবিতে নায়িকারাই মারছেন বাজি, তা একা হোক বা দোকা। নায়িকার সঙ্গে নায়িকার অনস্ক্রিন বন্ধুত্ব বা দুশমনি এখন জব্বর হিট বলিউডে। তার প্রমাণ মাধুরী-জুহির 'গুলাব গ্যাং' আর মাধুরী- হুমা কুরেশি 'দেড় ইশকিয়া।'
আর এবারে একা নয়, দোকা নয়, বরং তিনজন সুন্দরী একসঙ্গে ধরা দেবেন সিনেপর্দার বোনপ্রেমে। ছবির ঘরানায় যার নাম 'সিস্টারউড।' আর ছবির নাম 'পরচিঁয়া।' পরিচালক লীনা বালাজি-র এই ছবিতে দেখা যাবে তনিষ্ঠা চট্টোপাধ্যায়, রাধিকা আপটে ও সুরভিন চাওলাকে। এই তিন অভিনেত্রীর মধ্য দিয়ে ছবির গল্প নেবে নতুন মোড়। বলা যায়, এরা তিনজনই ছবির নায়ক এবং নায়িকাও।
পরিচালক লীনা বালাজি বলেন, 'নারী বন্ধুত্ব নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। এখানে এক নারীর প্রতি আরেক নারীর ইমোশন, সর্ম্পককেই সেলিব্রেট করা হবে।' অভিনেত্রী তনিষ্ঠা মনে করেন, 'বলিউডে এইধরণের ছবি হওয়া দরকার। সমাজে নারীর অবস্থা তাতে আরও সুদৃঢ় হয়।'
রাধিকা আপটে মনে করেন, 'বন্ধুত্ব কোনও জেন্ডারে আটকে নেই। আর নতুন করে ছবির তিন চরিত্রের মধ্যে দিয়েই তা ফুটে উঠবে এই ছবিতে। যা সত্যিই খুব এক্সাইটিং।' মার্চের প্রথম সপ্তাহ থেকেই জয়সালমিরে চলছে ছবির শ্যুটিং। ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে।