আলিয়া ভাট ও অর্জুন কাপুর নাকি চুটিয়ে ডেটিং করে বেড়াচ্ছেন। বলিউডের অলিগলিতে এখন এই একটাই খবর। আর হবে নাই বা কেন দুজেনর কেমিস্ট্রিও তো সেরকমই।
'টু স্টেটস'-এর প্রমোশনের জন্য দুজনে গিয়েছিলেন একটি কলেজে। আর সেই কলেজে সবার সামনে আলিয়াকে কিস করে বসলেন অর্জুন। ছাত্রদের মধ্যে থেকেই ভুলেই গিয়েছিলেন তারা ছবির প্রমোশনে এসেছেন। ব্যস আর কি ইমোশনের চক্করে সবার সামনেই আলিয়াকে চুমু দিয়ে দিলেন। এখানেই শেষ নয় দুজনের চোখে চোখে ইশারাও নজর এড়ায়নি কারোরই।
দুজনে যে চুটিয়ে ডেটিং করছেন তার প্রমাণ ট্যুইটারও। নিজেদের সেলফি আলিয়া নিজেই আপলোড করেছেন।