মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে এবার সেরা ভারতীয় সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। সমপ্রতি ফোর্বস সাময়িকীর প্রকাশিত সেরা ১০০ ভারতীয় সেলিব্রেটি শীর্ষক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছবি ও বিজ্ঞাপন চুক্তিগুলো থেকে শাহরুখের মোট আয় ছিল ২২০ কোটি ৫০ লাখ রুপি। আয়ের পাশাপাশি গত বছরে শাহরুখের দেয়া রাজস্বের পরিমাণও নয় শতাংশ বেড়েছে।
সর্বোচ্চআয়কারী ভারতীয় তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। তার আয়ের পরিমাণ ১৫৫.৩২ কোটি রুপি। তৃতীয় স্থানে থাকা সালমান খানের আয়ের পরিমাণ ১৫৭ কোটি ৫০ লাখ রুপি। এরপরই আছেন শচীন, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার।