আহত হয়েছেন হলিউড অভিনেত্রী কেইট ব্ল্যানচেট। 'ক্যারল' ছবির শুটিং সেটে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ব্ল্যানচেট।
শুটিংয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর কারণে আহত হন তিনি। তার সঙ্গে থাকা আরেক অভিনয়শিল্পী রুনি মারাও আহত হন। ছবির একটি দৃশ্যে অভিনেত্রীদ্বয়কে একটি ক্ল্যাসিক ডজ গাড়ি চালাতে দেখা যাবে। দৃশ্যটিতে দেখা যাবে সিনসিনাটির বরফ ঢাকা রাস্তায় ব্ল্যানচেট ডজ গাড়িটি চালিয়ে যাচ্ছেন। তবে হঠাৎ গাড়ির ব্রেকফেইল হওয়ায় সমস্যায় পড়েন তারা। বারবার ব্রেক কষার পরও কিছুই হচ্ছিল না। তারা ভয় পেয়ে চিৎকার শুরু করেন। শেষে গাড়িটি দেয়ালে ধাক্কা লেগে থেমে যায়।