বাংলাদেশের ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের রেওয়াজ নেই। বড় তারকারা বিষয়টিকে সহজভাবে নেননি এখনো। কিন্তু শাকিব খান এ কাজটি তৃতীয়বার করলেন। জাকির হোসেন রাজু পরিচালিত 'দবির সাহেবের সংসার' ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি ও রোজ। এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শুভ বিবাহ' ছবিতে এবং নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত 'এক কাপ চা' [মুক্তি পায়নি] ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন শাকিব। শাকিব বলেন, 'জাজ মাল্টিমিডিয়ার অনুরোধ ফেলতে পারিনি। তাই অতিথি অভিনেতা হিসেবে যোগ দিয়েছি।'