রিচি সোলায়মান, ফারাহ রুমা এবং অপূর্ব। তিনজনই সময়ের ব্যস্ত এবং জনপ্রিয় অভিনয়শিল্পী। এ তিন তারকা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন। আর তাদের এক ফ্রেমে বন্দী করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। নিজের লেখা নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। নাটকের শিরোনাম 'আমার মাঝে তুমি'। নাটকটি চয়নিকা নিজে লিখলেও এর নামকরণ করেছেন অপূর্ব। রেকবক্স প্রযোজিত নাটকটি ঈদের জন্য নির্মাণ করা হয়েছে। নাটক প্রসঙ্গে চয়নিকা বলেন, 'নাটকের গল্পটি এখনই বলছি না। প্রচারের সময় দর্শক দেখে নেবে। তবে এটুকু জানিয়ে রাখি, খুব জমজমাট একটি গল্প আমার মাঝে তুমি। যেভাবে ভেবেছি সেভাবেই পর্দায় উঠে আসছে সব কিছু। আশা করি দর্শক ভালো একটি নাটক দেখার সুযোগ পাচ্ছে।'