সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে সারা বিশ্বে সমাদৃত। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। তাই বিজ্ঞাপনেও কদর রয়েছে তার। আর তাই সাকিব একের পর এক বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন। এবার তিনি অভিনেতা মাহফুজ আহমেদের নির্দেশনায় একটি চকোলেটের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন লাঙ্ তারকা বিদ্যা সিনহা মিম। মাহফুজ আহমেদ বলেন, 'সাকিব আল হাসান এক কথায় একজন ইন্টারন্যাশনাল স্টার। আমার নতুন বিজ্ঞাপনটিতে তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। যেভাবে আমরা সহযোগিতা চেয়েছি সেভাবেই সহযোগিতা করে বিজ্ঞাপনটিতে নিজের নতুন লুক আনার চেষ্টা করেছেন। অন্যদিকে মিমও ঠিক তাই। আমি তাদের দুজনের সময়ানুবর্তিতা দেখে রীতিমতো মুগ্ধ। দুজনই কাজটি সিরিয়াসলি নিয়ে আমাদের দেওয়া কল টাইম ভোর ৬টায় এসে লোকেশনে উপস্থিত হয়েছেন।' সাকিব আল হাসান বলেন, 'নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে সত্যিই ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।' মিম বলেন, 'মাহফুজ ভাইয়ের নির্দেশনা, সাকিব ভাইয়ের সঙ্গে পারফর্ম। আর কী চাই।'