ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। স্বল্প ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকনন্দিত সিনেমা। সিনেমা ছাড়াও নিয়মিত বিজ্ঞাপন ও ওয়েব ফিল্মে কাজ করছেন। এখন ব্যস্ত শুধুই আলোক হাসানের ‘টগর’ নিয়ে। এই অভিনেত্রীর সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
ঈদ কেমন গেল?
আম্মু নেই, কেমন আর কাটবে! পুরোটা সময় বাসায় কাটিয়েছি। মার্চের ২৪ তারিখ আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল। কিন্তু সে সময় কিছুই করতে পারিনি। তাই ঈদের পর বাড়ি গিয়ে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু রীতিনীতি পালন করেছি।
মাকে ছাড়া তো থাকেননি কখনো...
সব সময় মিস করি আম্মুকে। এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবেন কখনো ভাবতে পারিনি। আম্মু তো সব সময় আমার পাশে পাশে থাকত, আমার সব প্রেশার নিত। আমি নির্ভার থাকতাম। এখন তো একাই সব প্রেশার নিচ্ছি। যদি কখনো সুপার পাওয়ার পাই, তাহলে চাই আম্মু যেন সর্বদা আমার পাশে থাকেন। এখনো বিশ্বাস করি, সে যে কোনো কাজে পাশে আছে। ভালো সময়ে না হলেও বিপদে সে সর্বদা আছে, এটা অনুভব করি।
কী নিয়ে ব্যস্ত এখন?
এখন শুধুই ‘টগর’ সিনেমা নিয়ে আছি। আসলে আগে যেরকম অবস্থা ছিল, একটি সিনেমা করার পর আরেকটা সিনেমায় কাজ- এটি এখন অ্যাভয়েড করছি। এখন সিদ্ধান্ত নিয়েছি, যে সিনেমাটি করব সেটি প্রপারলি করব, মন দিয়ে করব। একটা না করে আরেকটি হাতে নেব না। আর রিমুনারেশন কোনো বিষয় না, দিন শেষে ভালো গল্প, ডিরেক্টর আর চরিত্রের কাজই করতে চাই।
‘টগর’ কোরবানির ঈদে আসবে?
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনেছি ‘টগর’ আগামী ঈদে আসবে। তবে আমি মনে করি, ঈদ বা যে কোনো সময়ই যদি সিনেমা নিয়ে আসি, তবে ভালোভাবেই আসতে চাই।
টগর-এ পূজার চরিত্র কেমন ধরনের?
এই সিনেমায় আমার চরিত্র নিয়ে বলতে মানা। তবে আমি জয়িতা নামে একটি প্রতিবাদী মেয়ের চরিত্র করেছি। যে অনেক স্বাবলম্বী। চুরি-ডাকাতি সে পছন্দ করে না। আরে, সব তো বলেই ফেললাম!
এটিতেও তো আপনার নায়ক আদর আজাদ...
হ্যাঁ, তার সঙ্গে আমার তৃতীয় কাজ। তার সঙ্গে ‘নাকফুল’ করেছি; তবে সেটি কবে আসবে এখনো জানি না। এরপর করেছি ‘লিপস্টিক’, এখন ‘টগর’। আদর আজাদকে নিয়ে এটাই বলব, সে অনেক পরিশ্রমী। ভালো কাজ করার জন্য মুখিয়ে থাকে। নামমাত্র হিরো না; সে কাজ দিয়ে হিরো হতে চায়। সে একই সঙ্গে হিরো, অভিনেতা এবং ইন্ডাস্ট্রিতে তার কাজ দিয়ে টিকে থাকতে সংকল্পবদ্ধ।
নায়কসর্বস্ব সিনেমা, সেদিক দিয়ে পূজা কোন দিকে গুরুত্ব দেন?
নায়ক প্রাধান্য থাক। তবে আমি বেশি প্রাধান্য দিই আমার চরিত্রের গুরুত্ব কতখানি।
আমাকে নিয়ে ডিরেক্টর বা গল্পকার কতটা ভেবেছেন। সেদিক দিয়ে গুরুত্ব পেলে করব, না হলে করব না- এটা সিদ্ধান্ত নিয়েছি।
সিনেমা দেখা হয়েছে?
টগর টিমের সঙ্গে ‘জংলি’ দেখেছি। ‘বরবাদ’ দেখব।
বিয়ে নিয়ে ভেবেছেন?
বাবা ভাববেন মেয়ের বিয়ে নিয়ে। আর যদি তা না হয়, নিজেরটা নিজেরই করতে হবে... হা হা হা।