ডেঙ্গু রোগী শূন্য দিন পার হওয়ার বরিশালে ২৪ ঘণ্টার পর এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রোগী মৃত্যুর তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। মারা যাওয়া ৬১ বছর বয়সী বৃদ্ধ বরগুনা সদর উপজেলার বাসিন্দা। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত বরিশাল বিভাগের কোন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত ১৩ জন বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে।
বরিশাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয় আট হাজার ১৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৫৭৭ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন। মারা গেছেন ৬৩ জন। এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৫১ জন। এছাড়াও বরগুনায় ৪, ভোলা ও পিরোজপুরে ৩ জন এবং পটুয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম