সারা দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তির মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৮৬৮ জনে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ জনে।
আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রাজশাহী ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ