দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ১৬ জন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রামে আট জন, রাজশাহীতে চার জন, সিলেটে ও ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছে। একই সময়ে রংপুর বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮ হাজার ৯৮০ জন রোগী। চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৯১ জনে।
বিডি-প্রতিদিন/বাজিত