ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিফাহ নানজিবা নামে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ধানমন্ডি প্রভাতি শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার সকাল ৭টায় ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যায় সে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিফাহ নানজিবার অকাল মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ