ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে এ বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে। এছাড়াও এ সময়কালে একজনের মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে ১৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন এক রোগী।
মারা যাওয়া ওই রোগী হলেন রক্তিম রায় (২১)। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এ নিয়ে বরিশাল বিভাগে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯ জন মারা গেছেন।
বিডি প্রতিদিন/আশিক