ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বোয়ালমারী ওয়াপদা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, দুলু হত্যার সাথে জড়িতরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার দাবি করেন তারা।
মানববন্ধন শেষে ফরিদপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। সড়ক অবরোধ করায় যান চলাবন্ধ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ