বগুড়ার কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার শিকড় গ্রামের মৃত ওছমানের ছেলে নুর আলম (৫০) ও পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬)।
জানা গেছে, নুর আলম ভ্যানে করে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি বিকল হয়ে যায়। এসময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রæতগতির বাস পিছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক নুর আলম। দুর্ঘটনার সময় ভ্যানে থাকা মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম