গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা জেলা শহরের স্টেশন জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সার্কুলার রোড হয়ে ডিবি রোড দিয়ে কাচারি বাজার এলাকায় যায়। পরে মিছিলটি স্টেশন রোড হয়ে দাস বেকারির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তব্য দেন শহর জামায়াতের আমির ফেরদৌস আলম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সাধারণ সম্পাদক মো. শাওন মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। সমাবেশ থেকে ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কটের ঘোষণা দেন বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাহিম মণ্ডল, ইউসুফ মিয়া, মিজানুরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল