বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, সাক্রাই ও বিষু উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিল রাঙামাটি সামাজিক কল্যাণ এসোসিয়েশন ও উন্মেষ। শুক্রবার সকাল ১১টায় রাঙামাটি বনরূপা সমতাঘাট এলাকায় প্রতিষ্ঠাটির কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত পাহাড়ি নারী-পুরুষদের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি ত্রিদিব নগর সমাজ কল্যাণ সমিতির সভাপতি উদয়ন চাকমা।
রাঙামাটি সামাজিক কল্যাণ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও উন্মেষের উপদেষ্টা স্নেহাশীষ চাকমা আশীষের সভাপতিত্বে এতে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি বনরূপা সড়ক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিকেসন চাকমা, উন্মেষের সাবেক সভাপতি বিটন চাকমা উপস্থিত ছিলেন।
রাঙামাটি ত্রিদিব নগর সমাজ কল্যাণ সমিতির সভাপতি উদয়ন চাকমা বলেন, রাঙামাটি সামাজিক কল্যাণ এসোসিয়েশন ও উন্মেষ একটি সামাজিক সংগঠন। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা যাতে তাদের প্রধান উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, সাক্রাই ও বিষু উৎসব সুন্দরভাবে পালন করতে পারে, তার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। এ সহায়তা পেয়ে অন্তত ১০০টি দরিদ্র পরিবার বিজু উৎসব আনন্দে পালন করতে পারবে। আগামীতে ওই সংগঠন দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকবে—এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল