গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসুচী পালন করা হয়েছে।
জুমার নামাজ শেষে শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উত্তর তেমুহনী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বেঞ্জামিন নেতানিয়াহুর দুই গালে জুতা মার তালে তালে'সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএম