নাটোর আদালতের মালখানার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের কর্মকর্তারা ও পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থলে যান। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র কোর্ট পুলিশ দপ্তরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মালখানার তালা ভেঙে আলামত হিসেবে সংরক্ষণ করা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। এর আগে তারা সিসি ক্যামেরার ভিআরসহ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত প্রকাশ করা হবে না।’
কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে তা নির্ণয়ের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলেছে, ঘটনা তদন্তে সিআইডি ও সিবিআই সদস্যরা কাজ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল