কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে তানিয়া (১২) ও লামিয়া (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত তানিয়া ও লামিয়া ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী শহীদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবীপুর গ্রামের নিজ বাড়ি থেকে মায়ের সঙ্গে তানিয়া ও লামিয়াসহ তাদের আরেক বোন নানার বাড়ি চরপাড়া এলাকায় বেড়াতে যায়। দুপুরে অন্যদের সঙ্গে দুই বোন মেঘনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তানিয়া ও লামিয়া নদীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।