সৌদি আরবের দাম্মাম বিএনপির উদ্যোগে ফেনীতে প্রায় শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দৃষ্টিপ্রতিবন্ধী ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক মো. সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ সৌদি আরব বিএনপি এবং ফেনী জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সম্প্রতি আমার একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি বলেছিলাম, কোনো প্রতিষ্ঠানে কর্মসংস্থান হলে তা সমাজের জন্য ইতিবাচক। যদি প্রতিষ্ঠানের কারো ব্যক্তিগত অপরাধ থাকে, তবে তাকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা উচিত; কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি যেন না হয়। অথচ এ বক্তব্যকে ঘুরিয়ে দালাল আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়েছে।
তিনি বলেন, এই জনপদে কে ত্যাগী আর কে দালাল, মানুষ ভালোভাবেই জানে। গত বছর ফেনীতে আমার বিরুদ্ধে ৫৭টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমি শতদিন কারাবরণ করি, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। তবুও বিএনপি ছেড়ে যাইনি। এখন যারা ষড়যন্ত্র করছে, তাদের অপকর্মের তথ্য আমাদের হাতে আছে। শিগগিরই রাজপথে তাদের জবাব দেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম