বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের মামলায় ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগ নেতা মো. শাহাব উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার হাজীরবাজার এলাকার বাসিন্দা ও আইনুদ্দিন শেখের ছেলে। একইসঙ্গে তিনি মল্লিকবাড়ি ইউনিয়ন যুবলীগের ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, “তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহাব উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার এক পর্যায়ে তোফাজ্জল হোসেন নিহত হন। এ ঘটনায় এক যুবদল নেতা বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় শাহাব উদ্দিনসহ ৩৯৫ জনকে অভিযুক্ত করা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন