ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা এবং ফিলিস্তিন জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চাঁবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অভ্যুদয় ঘোষণার মাধ্যমে সন্ত্রাসবাদের ভিত্তি স্থাপিত হয়েছিল। সাত দশক পেরিয়েও সেই সন্ত্রাসবাদ আজও পূর্ণমাত্রায় চলমান। মানবতার ফেরিওয়ালারা আজ কোথায়?
ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনি বলেন, তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের প্রত্যক্ষ মদদে গাজায় ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। এ বিষয়ে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারলে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের ঘাটতি রয়েছে। অত্যাচারী ইহুদি রেজিমের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করতে হবে।
প্রক্টর মোস্তাফিজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে ফিলিস্তিনের নিপীড়িত ভাই-বোনদের প্রতি সংহতি এবং বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।
বিডিপ্রতিদিন/কবিরুল