গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদক সেবন এবং সংরক্ষণের দায়ে আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবককে গাজা সেবন ও সংরক্ষণের দায়ে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এতে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। অভিযানে সহযোগীতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর এলাকায় এ ভ্রাম্যমান অভিযানটি পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম ওই এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, অভিযানে আমিনুল ইসলামকে গাজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাজা জব্দ করা হয়।
তিনি বলেন, পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাজা সেবন ও সংরক্ষণের দায়ে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা অর্থ দন্ড করা হয়। এ সময় জব্দকৃত ৫০ গ্রাম গাজা ও ১ টি কলকি পুড়ে ফেলা হয়। এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মাদ মোস্তফা জামান ও পলাশবাড়ী থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এএম