বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অমল চন্দ্র দাস (৫৫) নামের এক ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত অমল চন্দ্র দাস উপজেলার ফেপিড়া গ্রামের মৃত জীবন চন্দ্র দাসের ছেলে। বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অমল চন্দ্র দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।
বিডি প্রতিদিন/এএম