৪১ মামলার আসামি দেলোয়ার হাসানকে (৪৫) গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার ভোর চারটার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার হাসান যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীন দফাদারের ছেলে।
পুলিশ জানায়, দেলোয়ার হাসানের বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। এরমধ্যে ২৫ মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং বাকি মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত আসামি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হাসান জানিয়েছেন, তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি করাকালে অর্থ প্রতারণার দায়ে ২০১৩ সালে তিনি চাকরিচ্যুত হন। চাকরিকালীন অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
যশোরের পুলিশ সুপার রওনক জাহান জানান, দেলোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। দেলোয়ার হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল