কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮২ হাজার ইয়াবাসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। আটক ট্রাক চালক মো. মনির হোসেন (৪৫) কুমিল্লা নাঙ্গল কোট এলাকার মৃত নুরুন্নবীর পুত্র।
রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে জানান, বৃহস্পতিবার সকালে মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালীন উখিয়াার কুতুপালং হতে চট্টগ্রামগামী একটি ট্রাক থামানো হয়। এ সময় সন্দেহ হলে ট্রাকে তল্লাশি করে ড্রাইভিং সীটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৮২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ কোটি ৪৬ লাখ টাকা।
আটক ট্রাক চালক ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনী ব্যবস্থার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম