খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী "দঃ" ও আলারী খেলার মধ্যে দিয়ে সাংগ্রাই ও বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদ এর আয়োজনে মারমাদের ঐতিহ্যবাহী "দঃ" ও "আলারী" খেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
সাংগ্রাই উপলক্ষে ছয় দিন ব্যাপী এসব খেলাধুলা পাহাড়ে অনুষ্ঠিত হবে এবং আগামী ১৪ এপ্রিল খাগড়াছড়িতে মাহা সাংগ্রাই অর্থাৎ জল খেলার মধ্য দিয়ে বছরকে বরণ করবে মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠী।
এসময় খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হাসান মারুফ, শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী।
বিডি প্রতিদিন/নাজমুল