মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১০৭ টি মোবাইল ও নগদ ৬ লক্ষ ৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপার কার্যলয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মাকসুদা আখতার খানম মূল মালিকদের হাতে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন।
পুলিশ সুপার মাকসুদা খানম জানান, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১০৭ টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া এবং ভুলক্রমে যাওয়া সর্বমোট ৬ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৬১ টি, গাংনী উপজেলার ১৬ টি এবং মুজিবনগর উপজেলার ৩০টি উদ্ধারকৃত মোবাইল ফোন রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোপাল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ