পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে বাহনটির চালক জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হাওলাদার ওই ইউনিয়নের লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
মৃতের স্বজনরা জানায়, অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে চাল কিনে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মৃতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানা ওসি মো. জুয়েল ইসলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল