চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহচান্দ আউলিয়া মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মাওলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় সন্তান এবং চন্দনাইশের এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তিনি।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ও চালক পালিয়ে গেছে।”
জানা যায়, নুরুল আমিন মোজাদ্দেদী সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
শাহচান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক মাওলানা এস এম বোরহান উদ্দিন জানান, “সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
বিডি প্রতিদিন/আশিক