নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘নৌকা মানুষের ভাগ্যের পরিবর্তন করে। দেশের মানুষকে আবারও উন্নয়নের সুফল পেতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না আনতে পারলে বাংলাদেশ আবারও তলাবিহীন ঝুড়ির দেশে পরিণত হবে।’
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকালে দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের প্রতিটি জেলা উপজেলায় যে হারে ব্যাপক উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে ৭ জানুয়ারিতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। তা নাহলে বিএনপি-জামায়াত আবারও নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দেবে।’
‘শেখ হাসিনার অঙ্গীকার হলো দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিগগ ১৫ বছর ধরে দেশের মানুষ শান্তিতে আছে ভাল আছে। সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। অভাব অনটন দূর হয়েছে।’
হুইপ বলেন, ‘মানুষ আর না খেয়ে থাকে না। ভূমিহীন ও গৃহহীন মানুষেরা এখন নিজের বাড়িতেই বসবাস করে। সকল ধরনের ভাতার আওতায় এসেছে এসব মানুষ। সকল মানুষের জীবনমান উন্নত হয়েছে। আর এসব সম্ভব হয়েছে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই। ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত, স্মার্ট ও সমৃদ্ধশালী দেশ।’
আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার, মো. ফরিদুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ