কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর মাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেলপথের ১১৯/০নং পিলারের পাশে অজ্ঞাত নারীর কয়েক টুুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা ওই রেলপথের পাশ দিয়ে যাওয়ার সময় টুকরো টুকরো মরদেহ দেখতে পান। তারা লাকসাম জিআরপি থানা পুলিশে খবর দেয়। পরে রাত ৮টার দিকে লাকসাম জিআরপি থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা ৪নং কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
লাকসাম জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, খবর পেয়ে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল