দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি'র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ওই দুই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত বিএনপির ওই দুই নেতা হলেন- ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুর রহমান, সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ