আগামী ১ জানুয়ারি ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩’ হবে গাজীপুরের কাপাসিয়ায়। কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে দিবসের সূচনা করা হবে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে। পাঠ্যপুস্তক উৎসব বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রবিবার সকাল ১০টায় ওই অনুষ্ঠান শুরু হবে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আনিসুর রহমান এসব তথ্য জানান।
প্রেস কনফারেন্সে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক প্রফেসর মো: মনোয়ার হোসেন, উপ-পরিচালক নূরে আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর মো: মনোয়ার হোসেন জানান, বই উৎসবে সারাদেশে ৪ কোটি ৯ লক্ষ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লক্ষ ৭৮ হাজার ৮৩৩ টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, এবার গাজীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীদের হাতে মোট ২৫ লক্ষ ৪০ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লক্ষ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৮৭ লক্ষ ৭৬ হাজার ৬৮৯ টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
প্রেস কনফারেন্সে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ