হঠাৎ করেই চুয়াডাঙ্গার তাপমাত্রা কমে গেছে। তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
শীতের শুরু থেকেই চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেশি। একদিনে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রির উপর। ফলে শীতে কষ্টে রয়েছে নিম্ন আয়ের মানুষেরা। শ্রমিক শ্রেণির মানুষেরা কাজে যেতে পারছেন না। শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন তারা।
আবহাওয়া অফিসের মতে, ভৌগলিক কারণে চুয়াডাঙ্গাতে বরাবরই শীতের সময় বেশি শীত এবং গরমের সময় বেশি গরম অনুভূত হয়। মৃদু শৈতপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় বেশি শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, আগামী দুই-একদিন শীতের এ ধারা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ