ঢাকার ধামরাইয়ে মাকসুদা বিবি (৩২) নামে এক নারীর হাত বাঁধা উলঙ্গ অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া গ্রামের একটি কলা বাগান থেকে বিবস্ত্র অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, তাকে ধর্ষণের পর হাত বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় বুধবার রাত ৯টার দিকে বিকেলে নিহতের দ্বিতীয় স্বামী পান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।
মাকসুদা বিবি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বৈশখালী গ্রামের বাসিন্দা। সে ধামরাইয়ের কালামপুর গ্রামের খোকন মিয়ার বাড়িতে ভাড়া থেকে পাশের ভাটারখোলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ইটভাটায় রান্নার কাজ করতেন। দ্বিতীয় স্বামী পরিচয়দান কারী পান্নু মিয়া ওই ইটভাটায়ই শ্রমিকের কাজ করেন।
বাড়ির মালিক খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালে মাকসুদা বিবি বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। বুধবার বিকেলে কালামপুর চৌরাপাড়া এলাকায় তার হাত বাধা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ পানির বোতল, সিগারেটের প্যাকেট ও একটি ব্লেড উদ্ধার করেছে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, নিহত মাকসুদা বিবির হাত বাঁধা ও গলায় ওড়না পেচানো ছিল। নাকের কাছে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে দ্রুতই খুনিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম