শেরপুরের অবৈধ ছয় ইটভাটায় সাড়াশি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দিনব্যাপী শ্রীবরদী উপজেলাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল আমিন নামে দুইট ইটভাটায় এক লাখ ৩০ হাজার ও দুই লাখ ৪০ হাজার মোট তিন লাখ ৭০ হাজার, জনতা ব্রিকসকে দুই লক্ষ, মনিরা ব্রিকসে তিন লক্ষ, ফাতেমা ব্রিকস তিন লক্ষ, এবং একতা ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। ছয় ইট ভাটায় সর্বমোট ১৮ লাখ জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। অবস্থা বেশী খারাপ হওয়ার কারণে দুইটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এটিই এ যাবৎ কালের জেলায় ইটভাটার বিরুদ্ধে সব চেয়ে বড় অভিযান বলে জানিয়েছে স্থানীয়রা।
শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করে অভিযান অব্যাহত থাকবে। সকল ইট ভাটা মালিককে আইন মেনে নতুন প্রযুক্তির পরিবেশ বান্ধন ইট ভাটা আইনের আতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএ